মঠবাড়িয়ায় জমি বিরোধে কৃষককে কুপিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঠাকাটা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাহাবুব হাওলাদার নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।আহত ওই কৃষক বর্তমানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
১৭ জুন (সোমবার) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, পাঠাকাটা এলাকার আঃ কাদের হাওলাদারের পুত্র মাহাবুব হাওলাদারের সাথে প্রতিবেশী জহির গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। জহির গংরা চট্রগ্রামে গার্মেন্টস কর্মী হিসেবে চাকরিতে নিয়োজিত থাকায় ঈদের সময় বাড়িতে আসেন।বাড়িতে আসার কয়েকদিন আগে মাহবুবকে হুমকি দেওয়া হয়। এতে জীবনের নিরাপত্তা চেয়ে মাহাবুব থানায় একটি জিডি করেন।জিডি করার কয়েকদিন পরেই তিনি প্রতিপক্ষদের হামলার শিকার হন।
খোঁজ নিয়ে জানা গেছে,আহত মাহাবুব এলাকায় কোরবানির মাংস বানিয়ে (কেটে) সকাল সাড়ে ১১ টার দিকে বাড়িতে আসেন।বিলের মাঝ দিয়ে আসতে দেখে জহির দাও হাতে লোকজন নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। বাড়িতে পৌছালেই জহির মাহাবুবকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এতে তার বাম পা কেটে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়।শাবলের আঘাতে হাটুর উপরে গুরুতর জখম হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, জমিজমা বিরোধ নিয়ে একাধিকবার শালিসি বৈঠক হয়েছে। সমাধান না হওয়ার কারনে এখন আবার এ ঘটনা ঘটেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন