চট্টগ্রামের মিরসরাইয়ে দুবাই সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত উপজেলা চেয়ারম্যান নয়ন
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২৪ জুন) দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, সমিতির সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আজম, সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খোকন, সমিতির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন মিয়া, মোহাম্মদ ইয়াছিন, আবু জাফর, নুরুল ইসলাম, নুরুল আমিন, সদস্য সচিব মনিরুজ্জামান, সমিতির পৃষ্ঠপোষক সদস্য তনিম চৌধুরী, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন লিটন, ওমর ফারুক মোহাম্মদ মুরাদ সহ নেতৃবৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, দুবাই সমিতির প্রতিষ্ঠার পর থেকে প্রবাসী ভাইদের জন্য ও মিরসরাইবাসীর কল্যানে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। আগামীতেও সমিতির নেতৃবৃন্দ এমন ভালো কাজ অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন