কুড়িগ্রামে দেড় হাজার কৃষককে প্রণোদনা প্রদান
কুড়িগ্রামে এক হাজার ৬২০জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে ধানবীজ, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অফিস ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরিন, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।
পরে দেড় হাজার কৃষককে ৫ কেজি করে উফশী জাতের বীজধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। অপরদিকে ১২০জন চাষীকে ১ কেজি করে গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন