নেত্রকোনার মদন পৌরসভার বাজেট ঘোষণা
নতুন করারোপ ছাড়াই নেত্রকোনার মদন পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাজেট পেশ করেন মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ। বুধবার (২৬ জুন) পৌর সম্মেলন কক্ষে প্রস্তাবিত ৪৪ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬২৮ টাকার বাজেট তুলে ধরেন।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬২৮ টাকা। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আয় ধরা হয়েছে ৩০ কোটি ৫৬ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার ৪শ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকা।
নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা।
বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। প্রস্তাবিত বাজেট পাঠ করেন হিসাব রক্ষক আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আজহারুল ইসলাম হিরু, যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর উপ-সহকারী প্রকৌশলী জামিল হায়দার, কনসালটেন্ট আফরোজা উন্নাহার,আনোয়ারুল আমিন,প্যানেল মেয়র শিরিন সুলতানা, কাউন্সিলর হক্কু মিয়া, জামাল মিয়া মিয়া, গণমাধ্যম কর্মীগণসহ এলাকারগণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন