বাজেটোত্তর নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা৷ বাজেট পাসের পর এই আয়োজনটি দীর্ঘদিন ধরেই চলে আসছে৷
রোববার (৩০ জুন) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী৷
এরপর, অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে টেবিলে-টেবিলে ঘুরে নৈশভোজে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা৷
বাজেট-পরবর্তী এই আয়োজনে উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, আইন প্রণেতাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা৷
আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়েছে। রোববার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়।
বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগান নিয়ে পাস হয়েছে নতুন অর্থবছরের জাতীয় বাজেট। দেশের ৫৩তম এই বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
গত ৬ জুন জাতীয় সংসদে পেশ করা এ বাজেটে খুব একটা পরিবর্তন আসেনি। সোমবার ১ জুলাই থেকেই বাজেট কার্যকর শুরু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন