আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত পরিচিতি
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-“সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার মুহব্বত ঈমান এবং উনার প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী।সম্মানিত মুবারক নসবনামা:পিতা উনার দিক দিয়ে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার নবম পুরুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নসবনামা উনার সাথে সংযুক্ত হয়েছেন।
আর মাতা উনার দিক দিয়ে অষ্টম পুরুষ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নসবনামা উনার সাথে সংযুক্ত হয়েছেন।পবিত্র বিলাদত শরীফ বা আগমন:সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাশরীফ মুবারক গ্রহণের পৌনে ১৩ বছর পর শামসী পূর্ব ৫০ সনে এবং হিজরী পূর্ব ৪০ কুরাইশ বংশের আদী গোত্রে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।
(তারীখুল খুলাফা) নাম মুবারক: হযরত উমর আলাইহিস সালাম।বিশেষ লক্বব মুবারক: ফারুকে আ’যম,আশাদ্দু ফি আমরিল্লাহ ও আশিদ্দাউ আলাল কুফফার।যেভাবে সম্বোধন মুবারক করা আদব: সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম।সম্মানিত শাহাদাত: ২৩ হিজরী সনের ২৭শে যিলহজ্জ শরীফ ইয়াওমুস সাবত তিনি সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন।
মহান আল্লাহ পাক উম্মাহকে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক শানে সর্বোচ্চ হুযনে যন পোষণ করতে উনার পবিত্র সাওয়ানেহ উমরী বা বরকতময় জীবনী মুবারক হতে ইবরত নসীহত হাছিল করে বাস্তবায়ন করায় তাওফীক দান করুন।আমীন!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন