ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক, দ্বিতীয়-ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
(১১ জুলাই) বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম-বার, পিপিএম এর সভাপতিত্বে অত্র রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা করা হয়। সভায় মে-২০২৪ এবং জুন মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ময়মনসিংহ রেঞ্জের জেলার অফিসারদের অভিন্ন মানদন্ড ও মূল্যায়ন নীতিমালা ও কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রাপ্তরা হলেন –
১। ময়মনসিংহের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম।
২। শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার,গৌরীপুর সার্কেল।
৩। শ্রেষ্ঠ অফিসার ইনচার্য মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম,অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা।
৪। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন,কোতোয়ালী মডেল থানা।
৫। শ্রেষ্ঠ এসআইঃ এসআই (নিঃ)/দেবশীষ সাহা, কোতোয়ালী মডেল থানা।
৬। শ্রেষ্ঠ এএসআইঃ এএসআই (নিঃ)/ হুমায়ুন কবীর, কোতোয়ালী মডেল থানা।
৭। শ্রেষ্ঠ বিট অফিসারঃ এসআই(নিঃ)/শারমীন জাহান শাম্মী, কোতোয়ালী মডেল থানা।
৮। বিশেষ পুরস্কারঃমোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, (ডিবি)জেলা গোয়েন্দা শাখা।
সম্মানিত ডিআইজি পুরস্কারপ্রাপ্ত অফিসারদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন। পরবর্তীতে তিনি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করে ইউনিট প্রধানদের অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও তৎপর থাকার নির্দেশ প্রদান করেন। সভায় ময়মনসিংহ রেঞ্জের অধীন জেলাসমূহের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন