ময়মনসিংহের গৌরীপুরে উদীচী কার্য়ালয়ে হামলা ও ভাংচুর

ময়মনসিংহের গৌরীপুর উদীচী কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। বুধবার (১৭ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরের সুরেশকৈরী সড়কের পাশেই উদীচী কার্যালয়। বুধবার কার্যালয়টি বন্ধ ছিল। ওইদিন দুপুরে একদল দুবৃর্ত্ত কার্যালয়ের হামলা চালায়। এসময় দুবৃর্ত্তরা কার্যালয়ের সাইনবোর্ড ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার ও বাদ্যযন্ত্র ভাংচুর করে। এছাড়াও কার্যালয়ের ভেতরে সংরক্ষিত থাকা প্রয়োজনীয় কাগজ বাইরে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দেয়।

উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক আলী আশরাফ আবির বলেন, আমাদের কার্যালয় আজ বন্ধ ছিল। দুপুরে দুবৃর্ত্তরা কার্যালয়ে হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করে চেয়ার ও বাদ্যযন্ত্র ভাংচুর করে। এছাড়াও সিলিং ফ্যান ও ২০টি চেয়ার নিয়ে যায়। আগুনে পুড়িয়ে দেয় অফিসের প্রয়োজনীয় কাগজপত্র।

উপজেলা উদীচীর সভাপতি ওবায়দুর রহমান বলেন, কে বা কারা উদীচী কার্যালয়ে হামলা, ভাংচুর ও প্রয়োজনীয় কাগজপত্রে অগ্নিসংযোগ করেছে আমরা বলতে পারছি না। ঘটনার পরপরই বিষয়টি থানায় জানানো হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।