মাদারীপুরে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামীলীগের শোক র্যালী অনুষ্ঠিত
মাদারীপুরে ১৫ই আগষ্ট শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে শোক র্যালীতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান লতিফ, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, প্রচার সম্পাদক বাবু শরিফ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক জালাল উদ্দীন ইয়ামিন, আইন বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হাওলাদার, সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান সহ জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন