দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিক্রি বন্ধের দাবিতে মহা সড়ক অবরোধ

দিনাজপুরের বীরগঞ্জে মাদক কারবারিদের গ্রেফতার ও বিক্রয় বন্ধের দাবিতে ছাত্র ও এলাকাবাসীর উদ্যোগে ২ ঘণ্টা সড়ক-মহাসড়ক অবরোধ করে।

বুধবার (১৪ আগষ্ট) রাতে বীরগঞ্জ সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার গোলাপগঞ্জ মোড়ে মাদকের অভয়আরন্য হয়ে উঠেছে। দীর্ঘদিন থেকে এখানে নারী-পুরুষসহ বেশকিছু মাদক ব্যবসায়ী দেদারসে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনেক সময় এদের আইনের আওতায় আনা হলেও অজ্ঞাত কারণে আবার বেরিয়ে এসে পুনরায় এ ব্যবসা চালায়।

মাদকের কড়াল ছোঁবলে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারই প্রতিবাদে গোলাপগঞ্জ সড়ক ও ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে ছাত্র ও এলাকাবসী। এতে সড়কের উভয় উভয়প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন ধরনের শত শত যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিদর্শন করে, মাদক কারবারিদের দোকান এবং ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী মাদক বিক্রি বন্ধের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।