চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ কেমিস্টস এণ্ড ড্রাগিস্টস সমিতির অফিস উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ কেমিস্ট এণ্ড ড্রাগিস্টস সমিতির অফিস উদ্বোধন হয়েছে। সোমবার (১৯ আগস্ট) উপজেলার বড়তাকিয়া বাজারের মা-মনি প্লাজায় সংগঠনের অফিস উদ্বোধন করেন সাবেক সভাপতি নারায়ণ সরকার।

আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রফিকুন্নবী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জগদীশ দেব নাথ, বর্তমান কমিটির সহ সভাপতি তমাল দে, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোজাম উদ্দীন। এ সময় উপজেলা কমিটির সদস্য আশরাফুল ইসলাম , সিরাজুল ইসলাম,কাজী সেলীম,নুরুল করিমসহ উপজেলার বিভিন্ন বাজার কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি রফিকুন্নবী রাসেল বলেন, মিরসরাইয়ে বিভিন্ন বাজারে ফার্মেসী চালু করতে হলে অবশ্যই ড্রাগ লাইসেন্স লাগবে। ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসী চালু করা এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখা যাবেনা। এসব বিষয়ে সকল ফার্মেসী মালিক সচেতন থাকতে হবে।