শ্রীমঙ্গলে বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর আমন ধানের ক্ষেত।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর আমন ধানের ক্ষেত।
আজ বৃহস্পতিবার(২২ আগষ্ট) সরেজমিনে দেখা যায় কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে শ্রীমঙ্গল হাইল হাওড়ে বেড়েছে অস্বাভাবিকভাবে বানের পানি, এতে হাওরের পাদদেশে শতশত হেক্টর আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে, এদিকে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পাকা আউস ধান কাটতে পারছেন না কৃষকরা, কিছু কিছু এলাকায় বসত ভিঠায় উঠেছে বন্যার পানি, ২০০৪ সালের পর এবছরই শ্রীমঙ্গল হাইল হাওডে বন্যার পানি বেশি হয়েছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের কৃষক শামসুল হক।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরো দুই তিন দিন বৃষ্টি হতে পারে, বৃষ্টিরধারা অব্যাহত থাকলে বাড়তে পাড়ে হাওরের পানি, এতে অনেক নিচু এলাকা প্লাবিত হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন