ঠাকুরগাঁওয়ে দীর্ঘ ১৫ বছর পর জামায়াতের সমাবেশ

জামায়েতি ইসলামীর শীর্ষ নেত্রীবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে, মিথ্যা স্বাক্ষর দিয়ে, বিচারকদের ঘারে বন্দুক ঠেকিয়ে একটি অবৈধ রায় দিয়ে আমাদের নেত্রীবৃন্দদের ফাঁসির কাস্টিতে ঝুলিয়ে শহীদ করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ এর সহ সম্পাদক দেলোয়ার হোসেন।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়েত ইসলামি শাখার আয়োজনে ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরও বলেন, আমাদের সেই শহীদদের হত্যা করার জন্য সেই ট্রাইবুনালে বিচারের মুখোমুখি করা হবে আপনাকে। আপনি পালিয়ে গিয়ে বাঁচবেন না। আপনার বাবার খুনিদের যেভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেশে এনে ফাঁসি দিয়েছিলেন। আপনাকেও আমরা পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনাকে ধরে নিয়ে এসে এই ট্রাইবুনালে বিচার করে এ দেশের মাটিতেই আপনার ফাঁসি দেওয়া হবে।

বন্যায় দূর্গত মানুষদের পাশে থাকার আহবান জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, পদত্যাগ করে পালিয়ে গিয়েও ষড়যন্ত্র থেমে নেই স্বৈরশাসক হাসিনার’২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বইঠার তান্ডব,১৩ সালে হেফাজত কর্মীদের উপর বর্বরতা,কোটা আন্দোলনে নির্বিচারে গুলিসহ জামায়াতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় শাহাদাত বরণ করিয়েছেন৷

দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে জামায়েত ইসলামির সমাবেশ উপলক্ষে সকাল থেকে জড়ো হতে থাকেন শত শত নেতাকর্মীরা। এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয় সমাবেশের মাঠ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা আব্দুল হাকিমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীবৃন্দ। শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়৷ সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।