দিনাজপুরের বীরগঞ্জে হরিজন যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হরিজন সম্প্রদায়ের খেলোয়াড়গণের অংশগ্রহণে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। বীরগঞ্জ হরিজন যুব সমাজের আয়োজনে শুক্রবার (৩০ আগষ্ট) সকালে বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় দিনাজপুর, পাকেরহাট, পাটগ্রাম, রংপুর, লালমনিরহাট, উত্তরা ইপিজিড, বীরগঞ্জ ও সৈয়দপুরসহ মোট ৮টি দল অংশগ্রহণ করেন। খেলায় ট্রাইবেকারে বীরগঞ্জ কে ৫-৪ গোলে হারিয়ে সৈয়দপুর বিজয় লাভ করে।
খেলাটি পরিচালনা করেন মোঃ শামসুল আলম এবং তাকে সহযোগিতা করেন মোঃ শামীম হোসেন ও মোঃ শাহিনুর ইসলাম শাহিন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ তইফুল ইসলাম তপু।
খেলা শেষে বিকেলে বিজয়ী অংশগ্রহণকারী দলের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজক কমিটির তত্বাবধায়ক সাজু বাঁসফোর ও জীবন বাঁসফোর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















