চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত
চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ব গণতন্ত্র দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে উত্তর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদের সভাপতিত্বে ও বিএনপি নেতা খায়ের উদ্দিন মাসুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জহির উদ্দিন হুমায়ুন, সাবেক ইউপি সদস্য জাকারিয়া মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য নুর হোসেন চেয়ারম্যান, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি নেতা জহির উদ্দিন, বিএনপি নেতা জাফর, ওয়াহেদপুর যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আমজাদ বাবু, ছাত্র নেতা আরিফ।
ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ। এ সময় কলেজ ছাত্রনেতা সাজিদ, এমরান হোসেন জাসুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র
সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর ১৯৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে গণতন্ত্র হত্যা করেছিল সেই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
১৯৮১ সালে এরশাদ বাংলাদেশের গণতন্ত্র কে যখন আবার হত্যা করেন। ১৯৯১ সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনা হয়।
তিনি আরো বলেন, যেমনি ভাবে ২০০৯ সাল থেকে শেখ হাসিনা যখন গণতন্ত্র হত্যার মাধ্যমে দেশকে কলঙ্কিত করেছিল। বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। ঠিক তখনই ২০২৪ সালে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন