সাতক্ষীরা সদরের ডিবি গার্লস হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত

সাতক্ষীরা সদরের ডিবি গার্লস হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে সোমবার (১২ রবিউল আওয়াল, ১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) এঁর জীবন ও আদর্শের আলোকে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক মানবিক সমাজ বিনির্মাণে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার আহবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া ক্বেরাত, কুইজ প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, গীতা রানী সাহা, খালেদা খাতুন, শামীমা আক্তার, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস, আসমাতারা জাহান, দেবব্রত ঘোষ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৫জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।