রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় বৈদ‍্যূতিক তারের সংস্পর্শে আহত হয়ে লেকের পানিতে পড়ে আব্দুল করিম নামে একজন মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় নৌকা যোগে মাইনি মুখ সেতুর নীচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ আব্দুল করিম (১৯) লংগদু উপজেলার ৪নং বগা চত্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুর মোহাম্মদের সন্তান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ পেয়ে রাঙামাটি জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাব অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সকাল ৮টা ২৫ মিনিটের সময় ডুবুরি সাকিব ও সজীবের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে স্থানীয় ৪নং বগা চত্বর ইউনিয়নের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন।

আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানায়, সন্ধ্যায় আমার ছেলে ভাড়া নিয়ে আমাদের ইঞ্জিনচালিত বোটে করে গাঁথাছড়া থেকে খাঁচা আনার জন্য যায়। পথিমধ্যে গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে আমার ছেলে পানিতে পড়ে ডুবে যায়। আজ সকালে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।