নেত্রকোণার মদনে দোয়া মাহফিল ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান
নেত্রকোণার মদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ট্রাফিক সেক্টরে দাযিত্ব পালনরত শিক্ষার্থীদের সম্মাননা উপলক্ষে দোয়া মাহফিল ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাজী আব্দুল আজিজ সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে ইয়ূথ সার্কেল ফাউন্ডেশনের সভাপতি সাব্বির হুসাইন সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শাহেব আলী পাঠান,বিশেষ অতিথি ছিলেন মদন থানার অফিসার ইনচার্জ এটি এম মাহমুদুল হক।
ইয়ূথ সার্কেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, দেশ যখন বিপদগ্রস্ত টিক তখন আমাদের ছাত্র -ছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় আমি মদনের ইয়ূথ সার্কেল ফাউন্ডেশনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন গণঅভ্যূল্থানের পর দেশের দুর্নীতি বাজরা দেশ ছেড়ে পলায়ন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার জন্য দোয়া করেন।
ট্রাফিক দায়িত্ব পালন কারীদের মাঝে ইয়ূথ সার্কেল ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সনদ পত্র বিতরণ করে।
এ ছাড়া ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফেজ মোঃ মাসুদ রানা,রিয়াজুল ইসলাম রাজু,মোঃতমাল,শেখ কবিরুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন