নেত্রকোণায় বুদ্ধিপ্রতিবন্ধী অনিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোণায় বুদ্ধিপ্রতিবন্ধী অনিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নেত্রকোণা প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অনিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনিক হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের অনিক মিয়াকে বিগত ১৭ জুলাই নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। তুচ্ছ একটি ঘটনার জেরে কয়েকজন বখাটে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকান্ডের দুই মাস পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনিকের বড় বোন হাফসা ইসলাম মোহ বলেন, আমার ভাই অনিককে সাকিব, নাসির, রেজউদ্দিন, সাইকুল, শফিক, অপু মিলে নির্মমভাবে হত্যা করেছে। দুই মাস পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা স্বাভাবিক জীবন যাপন করছে, অথচ আমার ভাই আজ নেই। আমি আপনাদের বোন, আমার ভাই আপনাদেরও ভাই। আমি আশা করি আপনারাও আমার পাশে দাঁড়িয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানাবেন।”

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব মিয়া, প্রীতম সোহাগ, নাফি, রেদুয়ান জয়, আশরাফুল ইসলাম এনি এবং বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার প্রমুখ। বক্তারা অনিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।