নেত্রকোণার মদনে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

নেত্রকোণায় মদন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ পুকুর সহ তলার হাওর ও বিভিন্ন জলাশয়ে ৪৯২ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উপজেলা পরিষদের সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্ত করনের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক, মোঃ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া, মদন থানা অফিসার ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার।

সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম আকন্দ, প্রেসক্লাব সভাপতি, আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন উজ্জল, প্রেসক্লাব সদস্য, মোশাররফ হোসেন বাবুল সহ মৎস্য অফিসের কর্মচারী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, ২০২৪/২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি জলাশয়ে ৪৯২ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ ছয়টি স্থানে অবমুক্ত করা হয়েছে।