দিরাজপুরের বীরগঞ্জে শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন স্বপন কুমার শর্মা

দিনাজপুরের বীরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালযের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন স্বপন কুমার শর্মা। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচত করেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর( গনম্যাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার।

স্বপন কুমার শর্মা উপজেলার ভোগনগর ইউনিয়নের গান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি একই ইউনিয়নের নওগাঁও গ্রামের বলরাম শীলের ছেলে। বাবা বলরাম শীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

বড় ভাই তপন শর্মা চকপাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। তিনি ২০১৪সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। শিক্ষা জীবনে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ হতে এমএসএস পাস করেছেন।

স্বপন কুমার শর্মা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ডিপিএড, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, আইসিটি ডিজিটাল মাল্টিমিডিয়া পাঠাদানে বেশ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে তার অবদান অনন্য বলে প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন।