জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক শিক্ষা পদক-২৪ এ কিশোরগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদানে জেলা পর্যায়ে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষা প্রদান, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়মাবর্তিতা, ডিজিটাল ক্লাস রুম, মানসম্মত ফলাফল, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানো,আধুনিক সুবিধাসহ নানা বিষয়ে স্কুলটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।
জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার এ প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে অভিভাবক সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা রত্না বলেন, স্কুলটিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নিবার্চিত হওয়ার কৃতিত্ব শুধু মাত্র আমার একার নয়। এ জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান বিদ্যালয়টির অন্যান্য সহকারী শিক্ষকসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের। এছাড়াও সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন