ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে খালিয়াজুরীতে বিক্ষোভ ও সমাবেশ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি, ধমীর্য় অনুভূতিতে আঘাত, বিজেপি নেতার সমর্থনে ও ইসলাম ধর্মকে অবমাননার প্রতিবাদে নেত্রকোণার খালিয়াজুরীতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মুসলিম’জনতা ও ছাত্র সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

এসময়, নারায়ে তাকবির, আল্লাহু আকবার; নবীর দুশমনের দুই গালে জুতা মারো তালে তালে; বিশে^র মুসলিম এক হও, এক হও; বলে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন তাওহীদি জনতা।

পরে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু দাঊদ আমীনি, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা মুস্তাকিম বিল্লাহ, উপজেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর রউফ ও নগর ইউনিয়নের আহ্বায়ক রাসেল আহমদ।

এসময় তারা মহানবী অবমাননার ঘটনার সাথে জড়িত অভিযুক্ত পুরোহিত ও বিজিপি উগ্রবাদী নেতাদের গ্রেপ্তার করে আন্তজার্তিক আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।