কিশোরগঞ্জের হোসেনপুরে ১৬ বছর পর ছাত্রশিবিরের প্রীতি সমাবেশ
দীর্ঘ ১৬ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে সাবেক ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।
বিগত সরকারের আমলে প্রকাশ্যে জামায়াত-শিবিরের কার্যক্রম দেখা যায়নি। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে বিজয় অর্জনের পর প্রকাশ্যে আসে হোসেনপুর উপজেলা জামায়াত শিবিরের কার্যক্রম।
উপজেলা আমির মো. আমিনুল হকের সভাপতিত্বে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মো. রমজান আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,’দেশ গড়ার লক্ষ্যে জামায়াতের নেতাকর্মীদের সততা, ধৈর্য্য ও ত্যাগ স্বীকার করতে হবে।’
জামায়াত নেতা মো. রহমত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ মো. আজিজুল হক,ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল্লাহ,মো.মুসলেহ উদ্দিন,সাবেক উপজেলা আমির অধ্যাপক নুরুল হক, গফরগাঁও উপজেলা জামায়াতের আমির ইসমাইল হোসেন সোহেল, ছাত্র শিবিরের সাবেক নেতা মো. আলতাব উদ্দিন, অধ্যাপক শফিকুল ইসলাম মতি,অধ্যাপক জৈন উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন