৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র ভ্রমণে আগামী ৪ অক্টোবর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৭টায় গণমাধ্যমে প্রেরিত জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ০৪ অক্টোরব ২০২৪ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
এর আগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর এবং এরপর ০১ থেকে ০৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়। এবার চতুর্থ ধাপে ০৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার সময় বৃদ্ধি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন