চাঁদপুরে ঘাতক স্বামী পলাতক থাকার ১৬ মাস পর ধরা
চাঁদপুরে পরকীয়া ও অপকর্মের প্রতিবাদ করায় স্ত্রীকে কৌশলে মেরে ফেলেছে স্বামী। মামলা হওয়ার ১৬মাস পলাতক থাকার পর অবশেষে চিহ্নিত মাদক বিক্রেতা স্ত্রী হত্যা মামলার আসামি শুকুর মিয়াকে আটক করা হয়েছে।
স্ত্রীকে রেখে একে একে পাঁচটি বিয়ে করার ঘটনা ও মাদক ব্যবসা করতে বাধা দেওয়ায় লিপি বেগম নামে এক হতভাগা নারীকে কৌশলে মেরে ফেলা হয়েছে।
এই ঘটনা নিহতের ভাই মামুন খান বাদী হয়ে স্বামী শুকুর মিয়া, শরিফ খা, সুফিয়া বেগম সহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।
মামলাটি তদন্ত করেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই এর সাব ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম।
সেই মামলায় মূল অপরাধী শুকুর মিয়াকে রেখে বাকি দুইজনের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট প্রেরণ করে পিবিআই।
দীর্ঘদিন পলাতক থাকার পর ওয়ারেন্ট ভুক্ত আসামী শুকুর মিয়াকে বাদীর লোকজন রঘুনাথপুর তিন তাল গাছতলা এলাকা থেকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক হওয়া স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি শুকুর মিয়া বহরিয়া সুরুজ গেট খান বাড়ি রহিম খানের ছেলে। সে পেশায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
২০২৩ সালের মে মাসের ১৭ তারিখ দুপুরে চাঁদপুরের রঘুনাথপুর তিন তাল গাছ তলা লতিফ খানের মাদ্রাসা পাশে নিজ বাড়িতে স্ত্রী লিপি বেগমকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে।
মৃত্যুর পূর্বে লিপি বেগম পরকীয়া ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্বামী শুকুর তাকে বেদম মারধর করে। সে সময় লিপি বেগম তার মোবাইলে ভিডিও বার্তায় নির্যাতন ও স্বামীর মাদক ব্যবসায় অপকর্মের ঘটনা তুলে ধরেন। এই ঘটনায় মামলা না করতে বাদি পক্ষকে হুমকি-ধমকি দেয়।
এই ঘটনায় বাদী মামুন জানায়, পূর্বের বিয়ের কথা গোপন রেখে একে একে শুকুর পাঁচটি বিয়ে করেছে। এর পূর্বে এক আইনজীবী সহকারীর মেয়েকে বিয়ে করে ছেড়ে দেওয়ায় সেই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে ১৫ বছরের সাজা হয়। টাকার বিনিময় সে বেরিয়ে এসে আবারো অপকর্ম করতে থাকে। তার এই সকল অপকর্মের প্রতিবাদ করায় তার হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে লিপি বেগম দুনিয়া থেকে চলে যায়।
এই ঘটনায় শুকুর মিয়া সহ তার সাথে সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী শুকুর মিয়াকে গত ৫ তারিখ পিকআপ ভ্যান বোঝাই ৫০ কেজি গাঁজা সহ রঘুনাথপুরে স্থানীয় এলাকাবাসী আটক করে। পরে ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই অপরাধী শুকুর মিয়া চাঁদপুরে সবচেয়ে বড় একজন মাদকের ডিলার। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলাও রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন