চট্টগ্রামের মিরসরাইয়ে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালিত

ফেনী নদীর পানির ন্যায্য হিসেবের দাবিতে প্রথম শহীদ ‘শহীদ আবরার ফাহাদ’ এর ৫ম শাহাদাত বার্ষিকীতে মৌন মিছিল এবং স্মরণ সভা করেছে মিরসরাই কলেজ ছাত্রদল। মঙ্গলবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কর্মসূচী পালন করা হয়।

এসময় মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান আনোয়ার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিল, সজীব, ছাত্রনেতা তৌফিক, ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি মুসলিম উদ্দিন। এসময় কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান আনোয়ার বলেন, শহীদ আবরারের আর্দশকে ধারণ করে আগামীর বাংলাদেশ বির্নিমান করা হবে। স্বাধীণ ও সার্বভৌম বাংলাদেশে ভারত বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ভারতের সাথে ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সকল কালো চুক্তি বাতিল করার দাবী জানাচ্ছি এ স্মরণ সভা থেকে।