বাংলাদেশ সীমানায় মাছ শিকার, আটক ভারতীয় ৩১ জেলে

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী সদস্যরা। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে।

আটককৃত জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। আজ বুধবার সকাল দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।

এই কর্মকর্তা বলেন, নিয়মিত টহল পরিচলনাকালে দেশের সীমানায় জয় জগন্নাথ ও মা বাসন্তী নামের জাহাজ দুটি দেখতে পাই। পরে অভিযান চালিয়ে জাহাজ সহ ৩১ জেলেকে আটক করা হয়। আজ বুধবার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।