জামালপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের আয়োজনে বাট্টাজোর ইউনিয়নের নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ২৯ তম চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ।
সাবেক ইউপি সদস্য আবদুর রহিম সরকারের সঞ্চালনায় এবং চক্ষু সেবা কার্যক্রমের উদ্যোক্তা শাখাওয়াত হোসাইন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চক্ষু ক্যাম্পের মেডিকেল অফিসার ডা. জামির হোসেন, ডা. রকিবুল ইসলাম, ইউপি সদস্য জিয়াউল হক প্রমুখ।
চক্ষু চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল।
অত্র এলাকার ১৯০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ১০৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান ও স্বল্পমূল্যে ১২জনকে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন