এইচএসসি: রাঙ্গামাটিতে কমেছে পাসের হার

রাঙ্গামাটি পার্বত্য জেলায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। ২০২৪ সালের ঘোষিত এইচএসসির ফলাফলে জেলায় পাসের হার এসেছে ৬০ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৮ শিক্ষার্থী। গত বছর জেলায় পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৩৬ জন

এবার রাঙ্গামাটির এইচএসসি পরীক্ষায় জেলার ৫ হাজার ৬৭০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫,৬১৭ জন। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৩৯৯ জন।

রাঙ্গামাটির এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা যায়, জেলার ৯টি উপজেলার ১৯টি কলেজের মধ্যে কেবল কাপ্তাই নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজে পাসের হার শতভাগ। এ কলেজের ১৬৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন, যা জেলার মধ্যে সর্বোচ্চ।

জেলায় যে ১০৮ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে রাঙ্গামাটি সদরে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। কাপ্তাই উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। বাঘাইছড়িতে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। কাউখালী উপজেলায় জিপিএ-৫ পেয়েছে একজন। নানিয়ারচর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে একজন।

জেলার রাজস্থলী,বরকল, লংগদু ও জুরাছড়িতে উপজেলায় কেউ জিপিএ-৫ পায়নি।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জেলায় পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ। তবে কেউ জিপিএ-৫ পায়নি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাঙ্গামাটি বি এম ইনস্টিটিউটের পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং রাজস্থলী সরকারি কলেজে পাসের হার ৫৮ দশমিক ৮২ শতাংশ।

রাঙ্গামাটিতে ২০২৪ সালের মাদরাসা বোর্ডের (আলিম) পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে দুজন। এ ছাড়া লংগদুর মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদরাসায় জিপিএ-৫ পেয়েছেন ৬জন।

উল্লেখ্য, গত বছর জেলায় পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৩৬ জন। সে হিসাবে এ বছর পাসের হার কমেছে ৪ শতাংশেরও বেশি। জিপিএ-৫ কম পেয়েছে ২৮ জন।