যশোরের শার্শার সাতমাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত
যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝাই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী (৩৮) নামে এক পথচারী অকাল মৃত্যু হয়েছে। (১৬ অক্টোম্বর) বুধবার সকাল ৯টার দিকে বাগআঁচড়া-গোগা সড়কের সাতমাইল তেতুলতলা স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী সাতমাইল তেতুলতলা গ্রামের ছলেমান হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
এ ঘটনায় বিক্ষিপ্ত জনতা বালু বুঝাই ড্রাম ট্রাকটি আটক করলে ড্রাইভার ও হেল্পার কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোসেন আলী সাতমাইল বাজারে গিয়েছিলো। বাজার থেকে পায়ে হেঁটে বাসায় ফেরার উদ্দেশ্যে আসছিল। তেতুলতলা নামক স্থানে পৌঁছালে গোগার অভিমুখি একটি দ্রুতগামি বালু বোঝা ড্রাম ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি কোন পোস্টমর্ডাম ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন