কুড়িগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশের জেলা ভিত্তিক এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে।

কুড়িগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ যৌথ সভাকর্মী সভার আয়োজন করে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুæল ইসলাম নয়ন। এছাড়া যৌথ কর্মী সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান জনি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান আল মার্জান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর।

সাধারন সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহেদ রানা, সদস্য সচিব আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেল। যৌথ কর্মী সভায় জেলা, উপজেলা ও পৌর শাখার সকল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।