সোনাকানিয়া সাংস্কৃতিক ফোরামের আয়োজনে কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে চট্টগ্রামের সাতকানিয়ায় সোনাকানিয়া সাংস্কৃতিক ফোরামের কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মনোমুগ্ধকর আয়োজনে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মির্জাখীল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত,ইসলামী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।পারাবার ও প্রতিধ্বনি সাংস্কৃতিক সংসদসহ নানা শিল্পীদের পারফরম্যান্সে কানায় কানায় ভরপুর হয়ে উঠে শ্রোতাদের অংশগ্রহণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আনোয়ারুল আলম চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন,সাবেক সোনাকানিয়া ইউনিয়ন চেয়ারম্যান ডা.নুরুল হক,গারাঙ্গিয়া মাদ্রাসার প্রভাষক মাষ্টার আবু তাহের,রাজনীতিবিদ সাহাদাত হোসাইন চৌধুরী,
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির দায়িত্বে ছিলেন আহবায়ক রেজাউল করিম,প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন,সঞ্চালক ও সদস্য সচিব মুহিবুল্লাহ,অর্থ বিভাগ আবদুল কাদের নাওশা, মিডিয়া ও প্রচার বিভাগ আবদুল কাদের (হাসনাত), মদিনা প্রবাসী সওকত, মোহাম্মদ আলী রাশেদ, জাফর আহমদ, আরিফুল ইসলাম, বেলাল উদ্দীন,এনামুল হক বিজয়,জাহাঙ্গীর আলম, বদিউল আলম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন