সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২৪’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার (২১ অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র‍্যালিটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর পর আলোচনা সভায় মিলিত হয়।

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান মনির, হিসাবরক্ষণ কর্মকর্তা তুহিন আক্তার, প্রধান শিক্ষক মুজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী ও সূধিবৃন্দ।

বক্তারা হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এবং সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।