ময়মনসিংহে অভিযান চালিয়ে ১জন মাদক কারবারি গ্রেফতার
ময়মনসিংহ বিভাগীয় শহরের চরপাড়া মেডিকেল কলেজ এলাকায় মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টাংগাইলের কালিহাতি উপজেলার দেওপুর গ্রামের ফিরোজা বেগম(৫৫),স্বামী-নজরুল ইসলাম,সন্দেহ হলে তাকে করা হয়।
(২১ অক্টোবর) সোমবার এসময় তার সাথে থাকা আরো ২/৩ জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী ফিরোজা বেগমকে তার সঙ্গীয় অপরাপর মাদক ব্যবসায়ীগন দৌড়ে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে এক পর্যায়ে তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইনের কথা স্বীকার করে এবং নিজ হাতে বের করে দেয়।
অতপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ৮০ গ্রাম হেরোইন জব্দতালিকা মূলে জব্দ করা হয়। জব্দকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী অপরাপর মাদক ব্যবসায়ীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করতঃ আসামী ও আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন