রাঙামাটিতে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

রাঙামাটিতে জরায়ুর মুখে ক্যানসার প্রতিরোধে জাতীয় এইচপিভি ক্যাম্পেইন উপলক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এছাড়া উপস্থিতি ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন নূয়েন খীসা, পৌর প্রশাসক নাসরিন সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুর মুখে ক্যানসার একটি ভয়ঙ্কর রোগ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকাদানের উদ্যোগ গ্রহণ করেছে। বেসরকারিভাবে এ টিকা গ্রহণ ব্যয় সাপেক্ষ, তাই সরকার দেশের সকল কিশোরীদের মাঝে এ টিকা গ্রহণ ও সুস্থতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।

সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, রাঙামাটির ১০টি উপজেলা ২৯ হাজার ৪৬৭ জন কিশোরীকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।