রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবেনা- ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের আয়োজনে সাম্য, ইসলামি মূল্যবোধ ও মানবিক সমাজ বির্নিমানে পেশাজীবি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবেনা।

আওয়ামীলীগ সরকার প্রতিহিংসার যে রাজনীতির চর্চা করেছে আমরা তা করবোনা।তারেক জিয়ার ৩১ দফার আলোকে বিএনপি দেশ পরিচালনা করবে। বৈষম্যহীন, অংশগ্রহণমূলক নির্বাচন, সকলের সমঅধিকার বির্নিমানে কাজ করছে বিএনপি। আওয়ামীলীগ সরকারের প্রসঙ্গ টেনে বলেন, দলটি সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো।

প্রতিহিংসার রাজনীতির কারনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে সাজাভোগ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে ধানের শীষ মার্কায় ভোট প্রত্যাশা করছি।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বড়খাতা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবাইদুর সরকার, সদস্য আব্দুল হাই ও বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল বারী প্রমুখ।