রাঙামাটিতে ন্যায্যমূল্যের খোলা বাজার কার্যক্রম উদ্বোধন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে রাঙ্গামাটিতে বুধবার (৩০ অক্টোবর) ন্যায্যমূল্যে খোলা বাজারের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও বাজার টাস্কফোর্সের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচালনায় বুধবার দুপুর দেড়টায় রাঙ্গামাটি পৌরসভা চত্বর প্রাঙ্গণে ন্যায্যমূল্যে খোলা বাজার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটির সমন্বয়ক শরিফুল ইসলাম শাকিল, আব্দুল আহাদ প্রমুখ।
খোলা বাজারে ন্যায্যমূল্যে ডিম, পিঁয়াজ, আলু, মুলা,শসা, বেগুন, বরবটি, কাঁচা মরিচ, পটল, লাউসহ বিভিন্ন সবজি বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, সুলভমূল্যে এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে। যতদিন বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি থাকবে ততদিন এ বাজার পরিচালনা করা হবে।
সূলভ মূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন