পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল কোর্টে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর শহরের আফজাল হোটেলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে পার্কিংয়ের দায়ে দু’টি যানবাহনকে ৮ হাজার টাকা জরিমানা সহ পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ অক্টোবর) জনস্বার্থে এ অভিযান পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক মো.আব্দুল কাইয়ুম। এ সময় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঠবাড়িয়া পৌর শহরের খালে ইতোপূর্বে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রভাবশালীরা ১ নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত এ খালটির দুই পাড় দখল করে ফেলেছে।ফলে শীতকালে খালটিতে পানি থাকে না। স্থানীয়দের দাবি,শুধু চুনোপুটি ধরলে হবে না-রাঘব বোয়ালদের স্থাপনাও উচ্ছেদ করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন