নেত্রকোণা মদনে জাতীয় যুব দিবস পালিত
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এ স্রোগান কে সামনে রেখে মদনে জাতীয় যুব দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ১ নভেম্বর) সকালে প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জ্বলের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ রেজুয়ান ইফতেকার, তিনি তাঁর বক্তব্য বলেন ” যুবরাই দেশের প্রাণ শক্তি, আগামীতে দেশ এগিয়ে নিতে তারাই কাজ করবে,। বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে যুবকদের কর্মদক্ষতা সৃষ্টি করতে জাতীয় যুব দিবসে উপস্থিত সকলের প্রতি আহবান রাখেন। অনুষ্ঠানে যুবকদের শপথ পাঠ করান,যুব উন্নয়ন কর্মকর্তা।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, জাহাঙ্গীর পুর কেন্দ্রীয় বনিক সমিতির সভাপতি ও পৌর ছাত্র দলের আহবায়ক মাহমুদ রহমান মিটু, নবধারা সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি সাঈদ বিন ফজল প্রমূখ।পরিশেষে যুবকদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণের টাকা বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন