কুড়িগ্রামে জাতীয় যুবদিবসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে বৃক্ষরোপণ
“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ”-এই স্লোগানে কুড়িগ্রামেও দুই পর্বে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে শনিবার (২ নভেম্বর) সকাল এগারোটায় জাতীয় সংগীত পরিবেশন, পায়রা অবমুক্তকরণ,শপথ বাক্য পাঠ ও র্যালির মধ্যদিয়ে দিবসের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
এরপর দ্বিতীয় পর্বে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন হল রুমে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন,যুব ঋণের চেক প্রদান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ,সম্মাননা স্মারক প্রদান,মজা পুকুর পরিস্কারকরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে ২৪ টি বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা।এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পুবন আখতার,পুলিশ সুপার মো:মাহফুজুর রহমান,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা যুবক-যুবতীদের নিজস্ব মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদাত্ত আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন