দিনাজপুরের বীরগঞ্জে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুরের বীরগঞ্জ পৌর প্রেসক্লাব প্রাঙ্গণে সত্য, সততা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত দৈনিক সকালের বাণী পত্রিকার ১ম বর্ষপূর্তি ও ২য় বর্ষে অগ্রযাত্রা উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। (৩ নভেম্বর) রবিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর।
পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম (লালু)-এর সভাপতিত্বে এবং সকালের বাণী পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান-এর সঞ্চালনায় অতিথিরা সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পত্রিকার সাফল্য কামনা করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, “সকালের বাণী পত্রিকা যেন দুর্নীতি, অনিয়মের পাশাপাশি গ্রামীণ এলাকার খেটে খাওয়া মেহনতি মানুষের সুখ-দুঃখের প্রতিফলন ঘটায়।” তিনি পত্রিকার সম্পাদক, প্রকাশক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুর রাজ্জাক, উত্তরের কন্ঠের সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক খোলা কাগজের হাসান জুয়েল, দৈনিক সবুজ বাংলার ওয়ারেস আলী, দৈনিক মানবজমিনের নূরে আলম সিদ্দিকী (বাবু), দৈনিক ইত্তেফাকের উত্তম শর্মা।
দৈনিক কালবেলার ফরহাদ হোসেন, দৈনিক মানবকন্ঠের প্রদীপ রায়, বাংলাদেশ বুলেটিনের আরিফ হোসেন, বাংলাদেশ সমাচারের জাহিদ হোসেন, এবং পত্রিকার এজেন্ট মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন