চুয়াডাঙ্গায় ট্রেন আটকে বিক্ষোভ
চুয়াডাঙ্গায় ২টি ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রেলপথ আটকিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় যাত্রী ও ছাত্র-ছাত্রীরা।
আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে স্টেশন সীমানায় পৌঁছালে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে আটকে রেখে তারা এ বিক্ষোভ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ সূত্রে বলে, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা স্টেশন বাদ দিয়ে যশোর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে। যে কারণে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুরসহ আশেপাশের জেলার যাত্রীরা রেলসেবা থেকে যেমনী বঞ্চিত হবে তেমনী বাড়বে ভোগান্তি।
বিক্ষোভ থেকে সাকিব আল হাসান বলেন, ‘আমরা এই রুট পরিবর্তন হতে দেব না। যদি আমাদের দাবি না মানা হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটির আগমনের সময় যাত্রীরা ১০ মিনিট ধরে ট্রেনটি আটকে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচন শেষে বিক্ষোভকারীরা ট্রেনটি ছেড়ে দেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন