২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রাম্পকে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন হল ডোনাল্ড ট্রাম্পের। তবে তার বিজয় সত্ত্বেও, শিগগিরই হোয়াইট হাউজে যাওয়া হচ্ছে না। এ জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত। অর্থ্যাৎ, আরও ৭৪ দিন অপেক্ষা করতে হবে ট্রাম্পকে।

মূলত এ সময়ে বিদায়ী প্রশাসন পরবর্তী বিজয়ীকে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর করার কাজ করে। একইসঙ্গে এই সময়ে ট্রাম্পের দল তাদের প্রশাসন সাজানোর জন্য প্রস্তুতি শুরু করবে। ক্ষমতার পালাবদলে আমেরিকানরা তাদের দেশের নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হওয়ার সময় পায়।

ট্রাম্প এর আগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। ২০২৪ সালে তৃতীয়বারের লড়াইয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন আমেরিকার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।

এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র একজন প্রেসিডেন্টের ঝুলিতেই ছিলো এমন কৃতিত্ব। তার নাম গ্রোভার ক্লিভল্যান্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে গিয়ে পরাজিত হওয়ার পর ফের প্রেসিডেন্ট পদে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

গত ১৩ জুলাই নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন তিনি। তার কানে গুলি লাগে। তবে সে যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।

সে সময় তার কানে গুলি লেগেছিল এবং হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান, তার মুখমণ্ডলে রক্ত দেখা যায়। এই ঘটনার পর পরই সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে গুলি করলে তিনি নিহত হন।

গত সেপ্টেম্বরেও ট্রাম্পের ওপর হামলার চেষ্টা হয়। গত ১৫ সেপ্টেম্বর ওয়েস্ট পাম বিচে ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফের সঙ্গে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে সময় কাটানোর সময় তার ওপর হামলার চেষ্টা করেন এক ব্যক্তি। অবশেষে সব প্রতিকূলতা মাড়িয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন ট্রাম্প।