৬ বছর পর দখল মুক্ত হল নেত্রকোনার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়
দীর্ঘ ৬ বছর পর দখল মুক্ত হয়েছে নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। গতকাল রবিবার (১৭ নভেম্বর) সেনাবাহিনীর সহযোগিতায় বিদ্যালয়ের ভবনটি দখল মুক্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
জানা গেছে, গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান করা হয়। সেই ভবনটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনি কক্ষ হিসাবে ব্যবহার করার কথা রয়েছে। কিন্তু দীর্ঘ ৬ বছর ধরে জমিদাতা আলিমুল্লাহ ওই ভবন নিজের দখলে রেখে পরিবার নিয়ে বসবাস করতে থাকে।
এর আগেও কয়েকবার শিক্ষা অফিস ভবনটি দখল মুক্ত করা চেষ্টা করেও ব্যর্থ হন। এবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় রবিবার ভবনটি দখল মুক্ত করে প্রধান শিক্ষককের নিকট বুঝিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, দীর্ঘদিন বেদখলে থাকা বিদ্যালয়ের ভবনটি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে প্রধান শিক্ষককের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।কমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন