পটুয়াখালীর কলাপাড়ায় ঠান্ডজনিত রোগে আক্রন্ত হচ্ছে শিশুসহ সব বয়সীরা

পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করেই বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, জলবায়ূ পরিবর্তনের ফলে হাসপাতলে ভর্তি হচ্ছে শিশু সহ সব বয়সীরা।

এদের মধ্যে স্বর্দি-জ্বর, শ্বাসকষ্ট, নিমোনিয়া, ডায়েরিয়াসহ হাত-পায়ে ফুলা ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন অনেকে। ফলে আক্রান্ত রোগীর ভিড়ে শয্যা সঙ্কটে পড়তে হচ্ছে নানান বয়সীদের। তাই অনেকটা বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতেই চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা।

হাসপাতাল তথ্যর্সূত্রে জানা যায়, গত ৭ দিনে নিমোনিয়া ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে অন্তত ৭৭ জন শিশু। এছাড়াও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে অর্ধশতাধিক মানুষ। এদের মধ্যে অধিকাংশই ছিল বয়বৃদ্ধ। নিমোনিয়া আক্রান্ত ৮ মাস বয়সী শিশু আরিয়ানের মা লামিয়া জানান, হঠাৎ করে শীতের আবহাওয়ায় তার সন্তান ঠান্ডায় আক্রান্ত হয়েছে।

এতে শ্বাসকষ্টের পাশাপাশি পাতলা পায়খানা শুরু হলে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে শয্যা সঙ্কটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। ৪ মাস বয়সী জ্বরে আক্রান্ত শিশু আবদুল্লাহ’র মা রহিমা বলেন, শীতে তার ছেলের প্রথমে স্বর্দি জ্বর হয়েছে। পরে হাসপাতালে ভর্তি করা হলে নিমোনিয়ার লক্ষন থাকায় চিকিৎসা নিতে হচ্ছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর জানান, আবহাওয়া পরিবর্তনেই এমন রোগে আক্রন্ত হচ্ছে শিশু সহ বয়ষ্ক মানুষ। আক্রান্তদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ধারন ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় আমাদের একটু বেগ পেতে হচ্ছে। এছাড়া এন্টিবায়োটিক সরবরাহে ঘাটতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, বছরের শেষ সময়ে রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় মূলত কিছিুটা ওষূধে সঙ্কট দেখা দিয়েছে। এই মূহুর্তে ৮৫ জন রোগী ভর্তি রয়েছে। তাই শয্যা সঙ্কট দেখা দিয়েছে। তবে রোগীদের সেবায় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

oppo_2