রাজশাহীর গোদাগাড়ী তিনদিন ব্যাপী গণগবেষণা ও তথ্য অধিকারের চর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী
রাজশাহীর গোদাগাড়ীর কাকনহাটে তিনদিন ব্যাপী গণগবেষণা ও তথ্য অধিকারের চর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী। রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে
কাকনহাট পৌরসভার (শুক্রবার ২৯ নভেম্বর) দুপুর সোয়া ২টায় কর্মশালা সমাপনী ঘোষণা করেন জাতীয় আদিবাসী পরিষদের অন্যতম উপদেষ্টা ও সমাজসেবক আনোয়ার হোসেন। রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
গণগবেষণা ও তথ্য অধিকার আইনের চর্চার মাধ্যমে আদিবাসী ও অন্যান্য অধিকার বঞ্ছিত জনগোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রকল্পের অন্যতম কর্মসূচী হিসেবে এই কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় পাকড়ী ইউনিয়নের মাহাতো ও শীল এবং ঋষিকুল ইউনিয়নের মূলধারা, ভূমিজ ও রামদাস নারী-পুরুষ অংশগ্রহণ করেন প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন কাকনহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
অভিজ্ঞতা বিনিময় করেন গোদাগাড়ী উপজেলার জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী পরিচালক মনজিল হোসেন, দিঘরী রাজা পরিষদের প্রধান নীরেন খালকো, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ হেমব্রম প্রমুখ। অতিথিরা অংশগ্রহণকারীদেরকে মানসিকভাবে দক্ষ হওয়ার পরামর্শ দেন এর জন্য উচ্চ শিক্ষা গ্রহণে ব্রতী হতে বলেন।
এরআগে ২৪-২৬ নভেম্বর মাটিকাটা ও দেওপাড়া ইউনিয়নের গণগবেষকদেরকে নিয়ে গোদাগাড়ী পল্লী উন্নয়ন অফিসের মিলনায়তনে একই বিষয়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন গবেষণা সহকারী লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন