রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫

রাঙ্গামাটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এসময় আহত হয়েছেন ৩১ জন।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) সকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে বাসযোগে শিশু ও মহিলাসহ ৪০ থেকে ৫০ জন পূর্ণার্থী রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির মুন্সি আব্দুর রউফ চত্বরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমপক্ষে ২৭ জন আহত হন।

এ সড়ক দুর্ঘটনায় ২৭ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি, ১৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি শাহেদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই তীর্থযাত্রী। তবে আহতদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ডাকবাংলো এলাকায় পর্যটকবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাইমে মারমা (৪০) নামে একজন নারী নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এবং বাসটি সহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাসের বাঙালহালিয়া ডাকবাংলো পাড়ায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে পাইমে মারমা নামে ওই নারী নিহত হয়।

এই ঘটনায় সিএনজি চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পর্যটকবাহী বাসের চালক ও হেলপারকে আটক এবং গাড়িটি জব্দ করেছে পুলিশ।