রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

রাঙ্গামাটিতে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই হয়েছে ছয়টি বসতঘর। রোববার (১ ডিসেম্বর) রাতে শহরের হ্যাপির মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাতে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। খবর পেয়ে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের সদস্যদের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুন সূত্রপাত হয়। এ সময় আশপাশে ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দিয়ে ঘণ্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় এক মালিকের ছয়টি বসতঘর পুড়ে যায়। এতে দুটি ঘরে মালিক থাকতেন, বাকিগুলোতে ভাড়াটিয়া ছিলেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।