রংপুরের পীরগঞ্জে হাত-পা, মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় শ্রমিকদল নেতা উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় ফরহাদ আহমেদ নামের ইউনিয়ন শ্রমিকদল নেতাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের শাল্টি গ্রামের একরামুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দিনগত রাত ১১টার সময় উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সমসদিঘী পাড়ে ফরহাদকে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দিঘি পাহারাদার রাঙ্গা ও বাবলু মিয়া। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার অচেতন অবস্থায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরহাদের বড় বোন কাজল রেখা জানান, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে চেতনানাশক ঔষধ খাইয়ে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তাকে হয়তো মেরেই ফেলতো কিন্তু দিঘি পাহারাদারদের টহলের কারণে আল্লাহ্ ওকে বেঁচে রেখেছেন। ও সুস্থ হলে হয়তো পুরো ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ নজির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংবাদ লেখা পর্যন্ত ফরহাদ আহমেদের জ্ঞান ফিরেনি।